বিসমিল্লাহির রাহমানির রাহিম
শিক্ষা যদি হয় জাতির মেরুদন্ড, তবে দ্বীনি শিক্ষা জাতির প্রাণ। জাতির মুক্তির জন্য প্রয়োজন প্রান্তিকতা মুক্ত দ্বীনি ইল্ম ও জাগতিক শিক্ষার সমন্বিত একটি বহুমুখী শিক্ষা ব্যবস্থা, যেখানে শিশু তার মৌলিক অধিকার 'দ্বীনি ইলম অর্জন করবে আবার জাগতিক শিক্ষাও লাভ করবে। দ্বীনহীন জাগতিক শিক্ষা জাতিকে প্রাণ হীন বানিয়ে দেয়, অপর দিকে কর্মবিমুখ দ্বীনি শিক্ষা জাতিকে অকর্মণ্য করে তোলে। বাংলাদেশের ত্রিমুখী শিক্ষাধারার মধ্যে আলিয়া মাদরাসা শিক্ষা ধারা একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এতে একদিকে বৈষয়িক দক্ষতা অর্জনের পাশাপাশি জেনারেল শিক্ষার গুরুত্ব যেমন রয়েছে তেমনি আত্মনির্ভরশীল, দায়ী, মুমিন-মুহসিন মানুষ হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
তাই আজ বড় প্রয়োজন এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে উন্নত শিক্ষার পাশাপাশি বিশ্বাস ও মূল্যবোধের চর্চা হবে সমানভাবে। আর এ দাবী মেটানোর স্বর্ণালী অভিপ্রায়ের বাস্তব প্রতিফলন হল "তাহযীবুল উম্মাহ মাদরাসা ঢাকা"।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর আলোকে পরিচালিত ইলম ও জ্ঞানের সেবায় নিয়োজিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
তাহযীবুল উম্মাহ মাদ্রাসা ঢাকা,
Road-18, House-11, Nikunja-2, Khilkhet, Dhaka-1229